জনপ্রিয় মডেল, কোরিওগ্রাফার ও প্রশিক্ষক বুলবুল টুম্পা। দেশের ফ্যাশন মিডিয়াতে জনপ্রিয় মুখ টুম্পা। তিনি র্যাম্প মডেলে বর্তমান তারুণ্যের আইডল। ট্রেইনার হিসেবেও ইতোমধ্যে কুড়িয়েছেন বেশ নামডাক। তিনি শোবিজের বিভিন্ন বিষয় ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ‘৭ প্রশ্নে তারকাজীবন’ বিভাগে অর্ক রায় সেতু’র সঙ্গে কথা বলেছেন-
মডেলিংয়ের শুরুর গল্প...
কাজের ক্ষেত্রে শুরুটায় অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। অনেক বেশি পরিশ্রম করেছি নিজের সেরাটা দেয়ার জন্য। ১৯৯৮ সালের মে মাসে মডেলিং নিয়ে মিডিয়াতে প্রথম যাত্রা শুরু করি। এখনো চলছে।


0 Comments